Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরা জেলা লোকমোর্চার দিনব্যাপি প্রশিক্ষণ

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৫:০৭ পিএম

অংশগ্রহনমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরনে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা প্রকল্পের জেলা লোকমোর্চার (নাগরিক কমিটি) সক্ষমতা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ মঙ্গলবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন দিনব্যাপি এ প্রশিক্ষনের আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় লোকমোর্চা মাগুরা জেলা কমিটির সভাপতি আব্দুর রঊফ মাখন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলোক বোস এর সঞ্চালনায় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান। বক্তব্য রাখেন-জেলা কমিটির সহসভাপতি মমতাজ বেগম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কার্য নির্বাহী সদস্য লিপিকা দত্ত, অধ্যাপক আফজাল হোসেন, অ্যাড. শাহিনা আক্তার ডেইলী, কাজী তাসুকুজ্জামান, তারিফুজ্জামান মুকুল, মনিরুল ইসলাম, বিশ্বজিৎ চক্রবতী, সাবিনা ইয়াসমীন, আরিফ আহম্মেদ, শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মুসাফির নজরুল প্রমুখ।
প্রশিক্ষনে জেলা কমিটির ৩৪ জন্য সদস্য অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ