রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদার টাকা না দেয়ায় বিসমিল্লাহ ব্রিকফিল্ডের মালিক ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম হাওলাদারকে (৬৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিসমিল্লাহ ব্রিকফিল্ডের কার্যালয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধা শাহ আলম উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত আলী আকব্বর হাওলাদারের ছেলে।
জানা যায়, স্থানীয়রা আহত মুক্তিযোদ্ধা মো. শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাশের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুক্তিযোদ্ধা মো. শাহ আলম জানান, গত রোববার সন্ধ্যার দিকে স্থানীয় শীমু মীর তার দলবল নিয়ে আমার ব্রিকফিল্ডে এসে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।