বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট মিসবাহুল উলূম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আবদুল মতিন খান (৫০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে বেখসুর খালাস দেয়া হয়।
সোমবার (৩০ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়ার আদালতে এ রায় দেয়া হয়। দন্ডপ্রাপ্ত মোফাজ্জল হোসেন (৩০) উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। অব্যাহতি দেয়া হয় অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা তারেক আহমদ দোলন, সুন্দর আলী ও সুরুজ আলীকে।
মামলা থেকে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাতে দায়িত্বরত অবস্থায় কাহিরঘাট মিসবাহুল উলুম দাখিল মাদরাসার নৈশপ্রহরী আব্দুল মতিন খানকে কুপিয়েয় হত্যা করে দন্ডপ্রাপ্ত মোফাজ্জল। ৫ হাজার টাকা লুুট করতেই তাকে হত্যা করে সে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মেয়ে সেলিনা বেগম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।