Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় পিকআপ ও নৈশকোচের সংঘর্ষে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টায় জলঢাকা-রংপুর সড়কের কালিগঞ্জ বারোগোপাল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ডোমার উপজেলার ডাকবাংলা কাজীপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী জাকির হোসেন (৫০) এবং একই উপজেলার আন্ধারুর মোড় এলাকার গোলাম মোস্তফার ছেলে পিকআপ চালক আব্দুল কালাম (৩৫)।

স্থানীয়রা জানায়, সকালে পোল্ট্রির খাবার আনার জন্য পিকআপযোগে ডোমার থেকে রংপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে জলঢাকা থেকে ডিমলায় আসার পথে অনিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হন একজন। তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানাতে পারেননি তারা।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দিলওয়ার হাসান ইনাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ