Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্কুল ঘর’ ওয়েব-অ্যাপ্লিকেশন বানিয়েছে সিলেটের এক মাদ্রাসার ছাত্র

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ৮:৩৫ পিএম

বাংলাদেশে সর্বপ্রথম "স্কুল ঘর" ওয়েব-অ্যাপ্লিক্যাশন বানিয়ে মেধার স্বাক্ষর রেখেছে সিলেটের এক কিশোর । সিলেটের এই কিশোরের নাম নাজমুল আলম মিরাজ । সে সিলেটের একটি প্রাইভেট মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী । তার এই ওয়েব-অ্যাপ্লিক্যাশনে ঘরে বসে মানসম্পন্ন স্কুল অথবা কলেজ খুঁজে বের করা যায় ।
শুধু তাই নয়, স্কুলের কোন ক্লাসে কত টাকা টিউশন ফি, ক্লাসের সময়সূচি ইত্যাদি আরো নানা তথ্য ঘরে বসে বের করা যায় "স্কুল ঘর" ওয়েব-অ্যাপ্লিক্যাশনের মাধ্যমে । অন্যদিকে যেকোন প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট তথ্য দিয়ে স্কুল ঘরে রেজিট্রেশন করতে পারবেন । এরই মধ্যে এটি সবার মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে । ওয়েব-অ্যাপ্লিক্যাশনটি যেকোন সময়ে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে সবার আশা ।
মিরাজের এই অ্যাপ্লিকেশন তৈরির বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি বিষয়ে ছেলেটির জ্ঞান আল্লাহ প্রদত্ত। আমাদের উচিত তার প্রতিভাকে বিকশিত করতে তাকে সমর্থন দিয়ে যাওয়া।
এই অ্যাপ্লিকেশনটি তৈরিতে মিরাজের ৩ মাস সময় লেগেছে। কোনো বিশেষজ্ঞের সাহায্য ছাড়া নিজের মেধা খাটিয়ে এটি নির্মাণ করতে সক্ষম হয়েছে সে।



 

Show all comments
  • Md. Nasir Uddin ১ ডিসেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    তোমার জন্য শুভকামনা রইলো ভাই। একই মাঠে কাজ শিখে আজ আমাদের কেউ একজন ভালো কিছু করেছে জানতে পেরে অনেক ভালো লাগলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ