Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ৪:১১ পিএম

 

পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি, এ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রবিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। এতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শিত হয়।
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি খান আরিফুর রহমান স্টল পরিদর্শন করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ