Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুরে প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে কোরআন প্রতিযোগিতা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:১১ পিএম

টাঙ্গাইলের সখিপুরে প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় দারুল উলুম নুরুল হারামাইন মাদ্রাসার ছাত্র মুহাম্মদ সামিউল ইসলাম সিফাত প্রথম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকা আর্থিক পুরস্কারসহ এক বছরের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি কেন্দ্রীয় সখিপুর বাজার মসজিদ ইমাম মাওলানা সাইফুল্লাহ বেলালীর সভাপতিত্বে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ এমএ রউফ, দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীমসহ উপজেলার বিশিষ্ট আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন- প্রবাসীদের এ সংগঠনটি করোনার শুরু থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি শামীম আল মামুন বলেন, সব সময় সমাজের জন্য কল্যাণকর এবং উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার আশা রয়েছে। এবার কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য এ সংগঠন কাজ করে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ