Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কোরআন প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

খুলনা অঞ্চলের উদ্যোগে বয়স্কদের কোরআন শিক্ষার মক্তব আয়োজিত কোরআন ও বিষয় ভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রামপালের সোনাতুনিয়া আজিজিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার জামি খাতুন অডিটেরিয়ামে গতকাল শনিবার এই প্রতিযোগিতার অনুষ্ঠান হয়। বয়স্কদের কোরআন মাজিদ শিক্ষার মক্তবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেসিসি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপালের উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উজলকুড় ইউনিয়ন চেয়ারম্যান গাজী আকতারুজ্জামান, বয়স্কদের কোরআন মাজিদ শিক্ষার মক্তবের সহ-সভাপতি আলহাজ কাজী হাসান জাকি, বয়স্কদের কোরআন মাজিদ শিক্ষার মক্তবের সহ-সভাপতি আলহাজ কাজী হাসান মেহেদী। সোনাতুনিয়া আজিজিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মুফতি আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বয়স্কদের কোরআন মাজিদ শিক্ষার মক্তবের সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আবুল হোসেন। এ সময় সভাপতি আলহাজ কাজী দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, এই কোরআন দুনিয়ার মধ্যে শান্তি, শৃঙ্খলা, সহমর্মিতা, ভালোবাসা ইত্যাদি সবগুলো বহন করে। কিন্তু এই কোরআনের বিষয় হলো- একটি বিষয় শুদ্ধ করে তেলোয়াত করা ও আর একটি হলো তার অর্থ বুঝা এবং তার অর্থের উপর আমল করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ