Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটিং’ নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কারখানাটিতে আগুন ধরে। আজ শনিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার বিপুল কাপড়, সুতা ও মেশিন পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় কারখানার তিনতলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে। ব্যাপকতা বেড়ে আগুন চার তলায়ও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ