Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে জেএমবির পাঁচজনের ১০ বছর করে কারাদণ্ড

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটিতে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সারাদেশে একযোগে বোমা হামলার ঘটনায় তাদেরকে এই সাজা দেয়া হল।আজ বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলা যুগ্ম ও দায়রা জজ আজিজুল হকের আদালতে এ রায় ঘোষণা করা হয়।২০০৫ সালের ১৭ আগস্ট রাঙামাটিতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় এ ছয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কারাদণ্ড পাওয়া জেএমবির সদস্যরা হলেন- রাঙামাটির বরকল উপজেলার ওবায়দুর রহমান খায়ের, দিনাজপুরের আরিফুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার মো. আবদুল হাফিজ খলিল ও কক্সবাজারের মো. জাবেদ ইকবাল। এ ছাড়া বরকলের মো. রুহুল আমীনকে খালাস দিয়েছেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ