Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিতাসে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের আওতাধীন সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও উপকরণ বিতরণ উপলক্ষে পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সোমবার দুপুরে পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। এসময় প্রধান অতিথির বলেন, শীত আসার সাথে সাথে করোনা বাড়তে শুরু করেছে, তাই সকলেই মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতথির বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এবং ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম।
এছাড়াও পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার বিভিন্ন পেশার উপকার ভোগিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ শেষে জেলা প্রশাসক আবুল ফজল মীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খাঁনের সভাপতিত্বি কর্মরত চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন এবং দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় দিকনির্দেশনা পরামর্শদেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ