Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বাজার দখল করবে ১৪%

২০১৯ সাল নাগাদ বৈশ্বিক স্মার্টফোন

প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

২০১৯ সাল নাগাদ বৈশ্বিক স্মার্টফোন বাজারে ভারতের দখল দাঁড়াবে ১৩ দশমিক ৫ শতাংশ। এ সময় দেশটিতে স্মার্টফোন সরবরাহ পৌঁছবে ১৮ কোটি ইউনিটে। বর্তমানে এ বাজারে ভারতের দখল ৭ দশমিক ৬ শতাংশ। সম্প্রতি দি অ্যাসোসিয়েটেড চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচেম) ও কেপিএমজির এক যৌথ প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত বাজেট সাশ্রয়ী ডিভাইসের কল্যাণে মানুষ স্মার্টফোন ব্যবহারের দিকে ঝুঁকছে। ভারতে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা এতটাই ক্রমবর্ধমান যে, বৈশ্বিকভাবে বিক্রি হওয়া প্রতি সাতটি স্মার্টফোনের একটি হবে দেশটির বাজারে। যদিও বাজারটিতে স্থানীয় ব্র্যান্ডগুলোর খুব একটা প্রভাব বাড়বে না। কারণ চীনের ডিভাইস নির্মাতারা এরই মধ্যে দেশটির বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ২০১৫ অর্থবছর দেশটির বাজারে মোট ৩০ কোটি হ্যান্ডসেট বিক্রি হয়েছে। এর মধ্যে স্মার্টফোন রয়েছে ৩৮ শতাংশ। অর্থাত্ এ সময় ভারতে মোট স্মার্টফোন ডিভাইস বিক্রি হয়েছে ১১ কোটি ৪০ লাখ ইউনিট। ২০২০ সাল নাগাদ দেশটিতে বিক্রি হওয়া হ্যান্ডসেটের ৫০ শতাংশ হবে স্মার্টফোন। ধারণা করা হচ্ছে, স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির কারণে দেশটিতে মোবাইল ডিভাইসকেন্দ্রিক সেবার গ্রাহক বাড়বে। এগুলোর মধ্যে রয়েছে— মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, মোবাইল স্বাস্থ্যসেবা ও ই-কৃষি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ঘটবে। সংশ্লিষ্টদের মতে, মোবাইল ডিভাইসের মূল্য হ্রাস বিভিন্ন সেবার প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিভাইস নির্মাতারাও প্রত্যন্ত অঞ্চলের গ্রাহক চাহিদা ও সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ সফল করতে সর্বনিম্ন মূল্যে হ্যান্ডসেট সরবরাহের পরিকল্পনা করছে। অ্যাসোচেম ও কেপিএমজির প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতের স্থানীয় ডিভাইস নির্মাতাদের প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই। ২০১৬ অর্থবছর স্থানীয়ভাবে ১১ কোটি মোবাইল ফোন উৎপাদন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের বাজার দখল করবে ১৪%
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ