Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজার জেলা প্রশাসন জেলার ২৫টি স্থানে একযোগে জনসচেতনা বৃদ্ধি লক্ষে ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক পরিধান না করায় ৩৯৩টি মামলায় ৯৩,৩৯০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
গতকাল রোববার দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে জনসচেতনা বৃদ্ধির লক্ষে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ও পথচারীদের মাস্ক পরিধান না করায় জরিমানা করা হয়। এ সময় জেলা প্রশাসক করোনা মোকাবেলায় সর্ব সাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আহবান করেন। সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. মামুনুর রশীদ। জেলা শহর ও সকল উপজেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ