Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজলায় শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

হিজলা (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

হিজলায় শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গুয়াবাড়িয়া ঘোলেরহাট সংলগ্ন কলেজ মাঠে সভা অনুষ্ঠিত হয়। গত ২১ নভেম্বর সভার প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সরকার উপজেলা পর্যায়ে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শিক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত এই প্রতিষ্ঠানটি।
এছাড়া তিনি আরও বলেন, এই ভবনটি নির্মাণের জন্য ১৬ কোটি ১৬ লাখ ৩৯৩ হাজার ৫৮৫ টাকা বরাদ্দ করা হয়। হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটসহ সারা দেশ থেকে শিক্ষার্থীরা একাডেমিক সনদ নিয়ে দেশ ও জাতীর উন্নয়নে নিজেকে দক্ষ ও কর্মঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এছাড়া সভায় আরও বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরুণ কুমার কবিরাজ, ভাইসচেয়ারম্যান মাস্টার মো. আলতাফ হোসেন ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাম্মদ নাজমা বেগম প্রমুখ। সভার সভাপতিত্ব করেন বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। নির্বাহী প্রকৌশলীর জাহাঙ্গীর আলমের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ