বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলা পুলিশকে আরো গতিশীল ও দূর্নীতিমুক্ত রাখতে ইতোমধ্যেই বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা পুলিশের সকল থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে।
রোববার ২২ নভেম্বর দূপুরে জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জেলার ৭ থানায় আইপি ক্যামেরার উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ।
উক্ত আইপি ক্যামেরায় স্থাপনের মাধ্যমে স্বচ্ছ, দূর্নীতিমুক্ত ও জবাবদিহিতামূলক পুলিশিং নিশ্চিত করা, সেবার মান আরও উন্নত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) বদিউজ্জামান।
বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) করোনা পরিস্থিতির কারণে অনলাইনে আইপি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি বলেন ক্যামেরা স্থাপনের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ আরো স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন। এ সময় তিনি মৌলভীবাজারের সকল নাগরিকবৃন্দকে শুভেচ্ছা জানান।
মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধসহ মৌলভীবাজার জেলার সামগ্রিক আইনশৃংখলা রক্ষায় জেলা পুলিশকে আপনারা প্রতিনিয়ত বিভিন্নভাবে সহায়তা করে আসছেন।
ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মৌলভীবাজার জেলার সকল সম্মানিত নাগরিকবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।