Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে শিক্ষার গুনগত এ্যাসাইনমেন্ট জমা করণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১:৪২ পিএম

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আাষায়াড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিক্ষার গুনগত মান উন্নয়ন, অনলাইন ক্লাস, এ্যাসাইনমেন্ট জমা করণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সবাই স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরুত্ব বজায় রেখে
রবিবার সকাল ১০ টার সময় সময় চর আাষায়াড়িয়াদহ কানাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান। মোঃ আব্দুর রহমানের সঞ্চলনায় বক্তব্য রাখেন রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শাহ সুলতান (রহ.) কামিল মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মাও মো: দুরুল হোদা, পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলম তোতা আফজি উচ্চ বিদ্যালয়ের প্রধান আব্দুর রহমান, হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমূখ।

বক্তরা বলেন, গত ১৭ মার্চ থেকে করোনাভাইরাস এর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাভাবিক ক্লাস বন্ধ থাকলেও অনলাইন ক্লাস চালু রয়েছে। বর্তমানে শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রীরা এ্যাসাইনমেন্ট লেখা জমা করণ বিষয়ে ব্যস্তসময় পার করছেন। বর্তমান সরকারের এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। সবাই নিজ নিজ সচেতেন থাকবেন, সাবান, পানি দিয়ে হাত ধুবেন, সাস্ক পরিধান করবেন, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন। নিজে সুস্থ্য থাকেন অন্যকে সুস্থ্য রাখার জন্য সাহায্য করেন। সরকারের বিভিন্ন দপ্তর পরিদপ্তরের মেল নম্বর গুলি চেক করবেন পত্রের নির্দেশনা মোতাবেক উত্তর দিবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ