Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

‘আন্দোলনে রোগীরা ক্ষতিগ্রস্ত হলে দায় চিকিৎসকদের’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

চিকিৎসকরা অন্যায় করলে গ্রেফতার হতেই পারেন বলে উলেখ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, মানসিক চিকিৎসকদের আন্দোলনে রোগীরা ক্ষতিগ্রস্থ হলে এর দায় চিকিৎসকদের ওপরই পড়বে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হƒদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য সচিব বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. আব্দুলাহ আল মামুন ন্যায়বিচার পাবেন, এটা নিশ্চিত। তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তবে অনুরোধ করছি, ধৈর্য ধরুণ, হাসপাতালের দায়িত্ব পালন করুন। এ সময় অবৈধ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে সিভিল সার্জনদের এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৯ নয় নভেম্বর বেলা ১১টায় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালটির কর্মচারীদের মারধরে মারা যান পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন। পরদিন ১০ নভেম্ব^র সকালে নিহত এএসপি আনিসুল করিমের বাবা ফয়েজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ হত্যাকান্ডে সম্পৃক্ততার অভিযোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিষ্ট্রার ডা. আব্দুলাহ আল মামুনকে গ্রফতার করে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের এ সংক্রান্ত প্রতিবেদনে হত্যাকান্ডে ডা. মামুনের কোনো প্রকার সংশিষ্টতা পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিকিৎসক

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ