Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নজরুলের গানে সুস্মিতা আনিস অর্ণব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ৯:২৫ পিএম

শুধু বাংলাদেশেই নয়, ভারতেও জনপ্রিয় কবি কাজী নজরুল ইসলামের জাগরণী গান। এবার ‘জাগো নারী জাগো বহ্নি-শিখা’ কাজী নজরুল ইসলামের এই জাগরণের গান নতুন আঙ্গিকে নিয়ে আসলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুস্মিতা আনিস। নারীমুক্তির চিন্তা, সমাজে তাদের সম্মান, তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নেন সুস্মিতা।

অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগাবে এই গান। এ গানে সঙ্গীত আয়োজন করেছেন বাংলাদেশের বিশিষ্ট গায়ক অর্ণব। এ বিষয়ে অর্ণব বলেন, এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সংগীত আয়োজন করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

এই মিউজিক ভিডিওতে খুব সুন্দর ভাবে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিশিষ্ট অভিনেত্রী রিদয় শেখ এর নৃত্যে ধরা পড়েছে নারীদের নিজেদের অধিকার নিয়ে গর্জে ওঠার নানা মুহূর্ত। সূত্র: জি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ