Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনজুমানে ছাত্র সালেকিনের কেন্দ্রীয় সম্মেলন শনিবার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ৯:১৭ পিএম | আপডেট : ৯:২৫ পিএম, ২০ নভেম্বর, ২০২০

বাংলাদেশ আনজুমানে ছাত্র সালেকিনের কেন্দ্রিয় সম্মেলন শনিবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দরবার প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অথিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জমিয়াতুস সালেকীন আমীর ও মৌকারা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালী উল্লাহী।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ আনজুমানে ছাত্রসালেকিনের কেন্দ্রীয় সভাপতি কবি ও কলামিস্ট আলহাজ মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ।
সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জমিয়াতুস সালেকিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ মুহিউদ্দীন, নায়েবে আমির অধ্যক্ষ আনোয়ার উল্লাহ ভুঁইয়া, মুফতি আলহাজ এ এইচ এম আনোয়ার মোল্লা, প্রেসিডিয়াম সদস্য আলহাজ মাওলানা মির্জা সায়মুর রহমান বেগ, আলহাজ জাহিদুল মাওলা চৌধুরী হেলাল, মাওলানা ইমামউদ্দীন, আলহাজ জয়নাল আবেদীন খলিফা, শায়খে ফান্দাউক আলহাজ মাওলানা সৈয়দ মুঈনউদ্দীন আহমদ আলহুসাইনী। সম্মেলনে সঞ্চালনার দায়িত্বে থাকবেন ছাত্রসালেকিনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ বাকী বিল্লাহ পাটোয়াারী। সম্মেলনের তৃতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করবেন জাগ্রত কবি মুহিব খান এবং ওয়ালীয়া তমদ্দুনিক দলের সদস্যবৃন্দ।
সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইনকিলাব ও ব্রডকাস্টিং পার্টনার হিসেবে সালেকিন টিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ