Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় পাঁচ জেলেকে অপহরণ, গুলিবিদ্ধসহ আহ ১০

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ভোলা জেলা সংবাদদাতা : ভোলার মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার সময় পাঁচ জেলেকে অপহরণ করেছে কথিত জলদস্যু বাহিনী। হামলাকারীদের গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ আহত হয়েছেন।
আজ শুক্রবার বদনার চর এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলা ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
পরে অপহৃত জেলেদের স্বজনদের কাছে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
অপহৃত জেলেরা হলেন- ফারুক মাঝি, মো. নেছার, আবুল বাসার, জাহাঙ্গীর ও জাফর মাঝি। এদের সবার বাড়ি মনপুরার বিভিন্ন এলাকায়।
মনপুরার রামনেওয়াজ বাজারের মাছ ব্যবসায়ী টুটুল জানান, মনপুরা ইউনিয়নের পূর্ব পাশের বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলেন সকালে। এ সময় জলদস্যু বাহিনী দেশি অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের ঘিরে ফেলে এবং এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।
“জলদস্যু বাহিনীর ছোড়া গুলিতে মনির মাঝি ও জেলে ছালাউদ্দিনসহ আহত অন্তত ১০ জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
দুপুরে জলদস্যুরা মোবাইল ফোনে অপহৃত জেলেদের স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানান টুটুল।
মনপুরা থানার ওসি শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল মনপুরার সীমানা সংলগ্ন নোয়াখালী জেলার হাতিয়ায়।”
ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন, জিম্মি করা জেলেদের মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ