Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৭:৪৭ পিএম

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল হামিদ (৫৫) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ নিহতের পরিবারের বরাদ দিয়ে জানান, পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে তাকে বাড়িতে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তাকে পাশের বাড়ি বিপ্লব দাসের পুকুর পাড়ে সুপারি গাছ ভাঙা এবং এর নিচে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরত হাল রিপোর্ট তৈরী করে। পরিবার ও পুলিশের ধারণা, সকালে পাশের বাড়ির বিপ্লব দাসের পুকুর পাড়ের সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ