বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশের কোন উপজেলায় ইউনিয়ন যুবলীগের সম্মেলন না হলেও শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। তবে কমিটি ঘোষনা না করেই সম্মেলন শেষ করায় তৃনমূল নেতাকর্মীদের মাঝে দ্বিধাবিভক্তি,অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, উপজেলার ১৪ টি ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। অথচ অনেক ইউনিয়নে যুবলীগের বর্তমান কমিটির অনেকেই দাওয়াত পায়নি। গত রবিবার ষোলঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন কমিটি ঘোষণা ছাড়াই শেষ হয়। পরবর্তিতে জানাযায়, আগামী ২২ নভেম্বর পর্যন্ত ইউনিয়ন যুবলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য বায়ো ডাটা আহবান করা হয়েছে। এ নিয়ে তৃন মূল নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ ও ক্ষোভ। শ্রীনগর উপজেলা যুবলীগের পদধারী এক নেতা বলেন,সারাদেশের কোন উপজেলায় যুবলীগের ইউনিয়ন পর্যায়ের সম্মেলন না হলেও এখানে তা হচ্ছে। এর পেছনে উপজেলা যুবলীগের নেতৃত্ব স্থানীয়দের বানিজ্য ও উর্ধতন এক যুবলীগ নেতার হাউজিং ব্যবসাকে পোক্ত করার দুরভিসন্ধি রয়েছে। ইউনিয়ন সম্মে লন হলেও কমিটি ঘোষনা না দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বায়োডাটা আহবান করায় যুবলীগের ত্যাগী ও পরিক্ষীত নেতারা বাদ পরার সম্ভাবনা থাকায় তৃনমূল যুবলীগ নেতা-কর্মীদের মঝে দেখা দিয়েছে দ্বিধাবিভক্তি অসন্তোষ আর ক্ষোভ। ইউনিয়ন যুবলীগের সম্মেলনে কমিটি ঘোষনা বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ-সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন,কেন্দ্রীয় কমিটির নির্দেশে ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষনা না করে, প্রার্থীদের বায়োডাটা নেয়া হচ্ছে। কেন্দ্রƒীয় কমিটি বায়োটাডা দেখে প্রার্থীদের সাথে আলোাচনা করে সিদ্ধান্ত দেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।