Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থীর পথসভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ৩:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডে গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হাসান আনু মিঞা। বৃহস্পতিবার সকালে সাধারণ ভোটাদের কাছে গিয়ে সমর্থন ও দোয়া কামনা করেন। শেষে পথসভায় তিনি বলেন, ‘নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। নৌকা মার্কায় বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে শিখিয়েছে।’ তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি-জামাতের শাসনামলে বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের আখড়ায় পরিণত হয়েছিল। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি। এর আগে ৫নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ নেন। পরে ৭নং ওয়ার্ডে কার্তিক পূজা পরিদর্শন করে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ