বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-হাটহাজারী সড়কের সুলতান নসরত শাহ জামে মসজিদের সামনে উত্তর-দক্ষিণে অন্তত ৫০০ ফুট এলাকায় সড়ক বিভাজক (রোড ডিভাইডার) নির্মাণের জন্য আজ দৈনিক ইনকিলাব অনলাইনে এই নিয়ে সংবাদ প্রকাশ হলে অবশেষে ড্রাম ভর্তি বালু দিয়ে অস্থায়ী ডিভাইডার তৈরি করে দিয়েছে সওজ কর্মকর্তারা। এই স্থানে ডিভাইডার
না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় গত পাঁচদিনের ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে।
গত কাল এই স্থানে মুছা সওদাগর নামের একজনের মৃত্যু হয়। ডিভাইডার নির্মাণের ব্যাপারে আজ ইনকিলাব অন্য লাইনে সংবাদ প্রকাশ হলে অবশেষে অস্থায়ী ভাবে ডিভাইডার বসানো হয়েছে বালু ভর্তি ড্রাম।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় একই স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্থানীয় তাজু মিয়া সওদাগর বাড়ির ইলিয়াসের ছেলে দিদার আলম ভুলু। মসজিদের সামনে রোড অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনায় শিকার হন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।