Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাস্ক না পরায় ৮৩ মামলা, জরিমানা ২৪ হাজার টাকা

দিনভর রাজধানীতে অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

করোনাভাইরাস মহামারীতে ঘরের বাইরে মাস্ক বাধ্যতামূলক করা হলেও অনেকেই তা মানছেন না। তাই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এর অংশ হিসেবে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৩টি মামলায় ২৪ হাজার ১৮০ টাকা জরিমানা এবং ১৪০০ মাস্ক বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা জেলার উপজেলাসমূহ এবং মহানগরীর জনবহুল স্থানে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কেরানীগঞ্জ উপজেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর নেতৃত্বে জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রায় ৩০০ মাস্ক বিতরণ করা হয়।

এছাড়া অন্যান্য উপজেলা এবং মহানগরের জজ কোর্ট এলাকা, সিএমএম আদালত এলাকা, বাহাদুর শাহ পার্ক, সচিবালয়, মতিঝিল শাপলা চত্বর, হাতিরঝিল, উত্তরার আজমপুর, খিলক্ষেত, মাসকট প্লাজা, সংসদ ভবন এলাকা ইত্যাদি এলাকায় জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য সচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। এসময় গরীব/অভাবী লোকদের মধ্যে মোট ১৪০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ৮৩টি মামলায় ৮৩ জন ব্যক্তিকে মোট ২৪ হাজার ১৮০ টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

খিলক্ষেত এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্টেট আমেনা মারজান। এ সময় মাস্ক না পরায় ১২জনকে জরিমানা করার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের হাতে বিনামূল্যে মাস্কও তুলে দেন তিনি।

তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক, আর তা নিশ্চিত করতে সচেতনা বৃদ্ধি করা হচ্ছে। এ সময় জনসাধারণের মাঝে সচেতনা বৃদ্ধি করা হচ্ছে।



 

Show all comments
  • নুরজাহান ১৯ নভেম্বর, ২০২০, ২:৪৮ এএম says : 0
    এটা অব্যহত রাখতে হবে
    Total Reply(0) Reply
  • তিনা ১৯ নভেম্বর, ২০২০, ৩:৫৪ এএম says : 0
    এবার হয়তো মানুষ সচেতন হবে
    Total Reply(0) Reply
  • Mohammad Abul Basar ১৯ নভেম্বর, ২০২০, ৯:৪৮ এএম says : 0
    মাস্ক না পড়ে সাকিব ঢাকাতে দোকান উদ্বোধন করেছিল। যেয়ে ওকে জরিমানা করে আসেন দেখি
    Total Reply(0) Reply
  • Taohidul Islam Rumon ১৯ নভেম্বর, ২০২০, ৯:৪৮ এএম says : 0
    জরিমানার হার বাড়িয়ে দেয়া হোক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ