Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে কৃষকের লাশ উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আশরাফ আলী (৫০) নামের একজন কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত আশরাফ মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার হিজলগাছি গ্রামের মৃত বুলুর আলীর ছেলে।
গতকাল বুধবার সকালে হিজলগাছি ইট ভাটার পার্শ্বে আম গাছের ডালে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বজনরা জানান, আশরাফ আলী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। সে কৃষিকাজ এবং ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, ঝুলন্ত অবস্থায় হিজল গাছে মাঠের মধ্যে একটি আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ্য থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ