Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের কঙ্গনাকে পুলিশের তলব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ৮:০৪ পিএম

বলিউড পাড়ায় ‌‘টুইট কুইন’ হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। কিছুতেই যেন পিছু ছাড়ছে না সোশ্যাল মিডিয়া বিতর্ক। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে আবাও সমন পাঠাল মুম্বই পুলিশ। আগামী ২৩-২৪ নভেম্বর বান্দ্রা থানায় তাদের হাজিরা দিতে বলা হয়েছে।

অভিনেত্রী ও তার বোনের টুইটের জেরে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে, এই মর্মে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তৃতীয়বারের জন্য দুই বোনকে সমন পাঠাল উদ্ধব ঠাকরের পুলিশ।

এরআগে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এই অভিনেত্রী ও তাঁর দিদি তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেলকে তলব করে মুম্বই পুলিশ। সমন অনুযায়ী, ১০ নভেম্বর পুলিশের সামনে হাজির হতে হবে দুই বোনকে।

অক্টোবর মাসে কঙ্গনা এবং তাঁর দিদির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনেন সাহিল আশরাফালি সায়েদ নামের এক কাস্টিং ডিরেক্টর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ