পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবং মাস্ক পরা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের অন্য জেলার মতো গতকাল রাজধানীর মতিঝিল এলাকায় জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরার কারণে দুই শত টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও গতকাল চাঁদপুর জেলা শহর ও বিভিন্ন উপজেলায় দিনভর জনসাধারণকে সচেতন করা, স্টিকার সাঁটানো এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় সড়কে বেরিয়ে পড়া এবং যানবাহনে মাস্ক ছাড়া যাতায়াতের দায়ে ২০১ জনকে আর্থিক জরিমানা করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমনাও করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।