বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-বরিশাল নৌপথের এমভি সুন্দরবন-১১ লঞ্চের ছাদের পেছনে এক অজ্ঞাত যুবকের ছুরিকাহত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে ঢাকা থেকে যাত্রা করে রাত ৩টার দিকে লঞ্চটি বরিশাল টার্মিনালে নোঙর করে। এরপরে ধীরে ধীরে যাত্রীরা লঞ্চ ত্যাগ করে। সকালে লঞ্চের কর্মীরা ঝাড়– দিতে গিয়ে তিন তলার ছাদের পেছনে চিমনির আড়ালে একটি লাশ দেখতে পায়। পরে নৌপুলিশকে খবর দেয়া হয়। নৌপুলিশ দ্রæত ছুটে গিয়ে লাশটি শনাক্ত করে। খবর পেয়ে নৌ পুলিশ ও মহানগর পুুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি।
তৃতীয় তলার ছদের যে অংশে লাশটি পড়েছিল তার পাশেই আনসার ব্যারাক। তবে বরিশাল বন্দরে পৌঁছার পরে ২-৩ জন আনসার লঞ্চেরে মূল গেটে ডিউটি করছিল। অন্যরা ব্যারাকে ঘুমিয়েছিল, না অন্যত্র ডিউটি করছিল তা জানা যায়নি। সিআইডিসহ পুলিশের আরো কয়েকটি ইউনিটও বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ হত্যাকাÐের কোন ক‚ল কিনারা হয়নি। তবে এটি একটি হত্যাকাÐ বলে পুলিশ নিশ্চিত হয়েছে। লাশের পেটে ও বুকের অন্তত ৩টি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন শনাক্ত করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।