Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় ‘নো মাস্ক নো সার্ভিস’ কর্মসূচী

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৫:৩৯ পিএম

নিরাপদ পর্যটন গড়তে ও স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের ভ্রমন নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সহযোগীতায় কুয়াকাটায় নো মাস্ক নো সার্ভিস কর্মসূচী অব্যাহত রয়েছে। গতকাল থেকে টোয়াকের সকল সদস্যরা পর্যটন নগরী কুয়াকাটার আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, পরিবহন, বাস, অটো ও মটরসাইকেল, ব্যাংক, বীমাঅফিস সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক স্টিকার লাগানো সহ স্থানীয় ও পর্যটকদের সচেতন করা হয়। আগামী কয়েকদিন চলবে এমন সচেতনতা কর্মসূচী। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা কুয়াকাটা পর্যটন ও ট্যুরিস্টদের শত ভাগ নিরাপদ রাখতে ট্যুরিজম বোর্ডের সাথে সমস্বয় করে সচেতনতা মূূলক প্রচারাভিযান চালিয়ে যাচ্ছি । কুয়াকাটা আগত পর্যটক সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান যাতে নিরাপদ থাকে সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোন সহকারী সিনিয়র পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, আমরা কুয়াকাটা পর্যটন এলাকায় পর্যটনদের নিরাপদে রাখতে এবং স্বাস্থ্য বিধি মেনে ভ্রমন করার জন্য প্রচার এবং সেবা চালিয়ে যাচ্ছি। এআমাদের এই সেবা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ