Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে

দুই সপ্তাহে সাড়ে ৩ হাজার আক্রান্ত

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ৪:১৫ পিএম

আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হঠাৎ করেই ভাইরাস জ্বরের প্রকোপ বেড়ে চট্টগ্রামের আনোয়ারায় ২ সপ্তাহে সাড়ে ৩ হাজার লোক আক্রান্ত হয়ে পড়েছে । উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে এসব রোগী সর্দি, জ্বর ও কাশি নিয়ে চিকিৎসা নিচ্ছে। অধিকাংশ শিশু-বৃদ্ধদের মাঝে এই উপসর্গ গুলো বেশি দেখা দিয়েছে। এতে করে বাড়ছে করোনা আতঙ্কও। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে ,আবহাওয়া পরিবর্তনজনিত কারণেই সর্দি, জ্বর বা কাশি দেখা দিতে পারে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহে বর্হিবিভাগে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ১৫ শত ৮৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। ইমার্জেন্সিতে চিকিৎসা নিয়েছে ২ হাজার ১৬০ জন, এছাড়া জ্বর,কাশি ও নিউমনিয়া নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছে ৩৫ জন। এদের মধ্যে অধিকাংশই শিশু ,নারী ও বৃদ্ধ । বেশির ভাগ রোগীর শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি।
ছেলের চিকিৎসা নিতে আসা সাহিদা আক্তার জানায়, গত ২দিন ধরে জ্বরে ভোগছে তার ছেলে, সেই সাথে সর্দি ও কাশি রয়েছে। করোনা আতঙ্কেও ভোগছেন বলে জানান তিনি।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও বেসরকারি ক্লিনিক ও ডাইগোনষ্টিক সেন্টার গুলোতে সর্দি, জ্বর ও কাশির রোগী বাড়ছে। চিকিৎসকদের চেম্বারেও ভিড় করছেন এরকম রোগীরা। করোনার উপসর্গের সঙ্গে রোগ মিলে যাওয়ায় রোগী ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই অবস্থায় কেউ কেউ করোনা সংক্রমণ আতঙ্কে নমুনা পরীক্ষা করাচ্ছেন। পরীক্ষায় কারও ধরা পড়ছে ‘করোনা পজিটিভ’, আবার কারও রিপোর্ট আসছে ‘নেগেটিভ’।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মো. সাইফ উদ্দিন জানান, আবহাওয়া পরিবর্তণের কারণে আনোয়ারায় গত দুই সপ্তাহ ধরে সর্দি, জ্বর ও কাশি রোগীর সংখ্যা বেড়েছে। অনেকেই করোনা নমোনাও পরীক্ষা করাচ্ছে। তবে রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ