Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট আহত ৩, থানায় মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০২০, ২:৫২ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রাম পূর্ব বিরোধ কেন্দ্র করে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলায় চার জন আহত হয়। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪ ব্যক্তিসহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট বাজারে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাটের কনকপুর গ্রামের মজিবুর রহমান ও অহিদুর রহমানের সাথে পার্শ্ববর্তী আনিছুর রহমান গং এর দীর্ঘদিন যাবৎ বিরুধ চলে আসছিল। এরই জের ধরে মুন্সিরহাট বাজারে অবস্থিত অহিদুর রহমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে গত মাসের হামলা ও ভাংচুর করে আনিছুর রহমান গং। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপরেও সোমবার রাতে আনিছুর রহমান গং ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে পূর্ব বিরুধ কে কেন্দ্র করে আবারো অহিদুর রহমানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুট করে। এ সময় তাহাদের হামলায় মুজিবুর রহমান, অহিদুর রহমান সহ ৪ জন গুরত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাহাদেরকে কুমিল্লা জেনারেল হসপিটালে ভর্তি করে। এ ঘটনায় মজিবুর রহমান বাদী হয়ে আনিছুর রহমান, খলিলুর রহমান ও মোঃ আরিফুর রহমান সহ অজ্ঞাতনামা ৭ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এস আই মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ