রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের আর. কে. মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে ভাড়া বাসা থেকে ১২ জন মানুষের মাথার খুলি ও ২ বস্তা হাড়গোড়সহ বাপ্পিকে আটক করে। আটকের পর মামলা দায়ের করে বাপ্পির ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে বাপ্পিকে আদালতে পাঠায় পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকারের পর জানান, গত রোববার দিনগত রাতে বাপ্পির সাথে শাকিলের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা করে পুলিশ। শাকিলের নামে পূর্বেও কঙ্কাল চুরির মামলা রয়েছে। পলাতক থাকায় তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে ময়মনসিংহ নগরীর আরকে মিশন রোডের একটি বাসা থেকে কঙ্কালসহ আটক করা হয় বাপ্পিকে। ওই সময় উদ্ধার করা হয় ১২টি মাথার খুলি এবং ২ বস্তা মানুষের হাড়গোড়। জেলার বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে কেমিক্যাল দিয়ে সংরক্ষণের পর প্রক্রিয়াজাত শেষে নিজের ভাড়া বাসাতেই রাখতো সে। পরে চাহিদা অনুযায়ী পাচার করতো। আর কে মিশন রোডের ‘আশানীড়’ নামের ভাড়া বাড়ির দোতলা সব সময় কাপড় দিয়ে ডাকা থাকতো বলে জানিয়েছেন প্রতিবেশীরা। কখনও জানালা পর্যন্ত খুলতে দেখেননি তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।