Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘তোমাকে দেখে মনেই হয় না দুই বাচ্চার মা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ৮:৩৪ পিএম

বলিউডের অন্যতম কাপল শাহিদ কাপুর তার স্ত্রী মীরা। করোনা পরিস্থিতিতে বাসাতেই সময় কাটছে তাদের। সময় কাটছে দুই বাচ্চার সাথে। সারাদিন খুনসুটি আরও কত কি!

বিশেষ করে তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকলাপ অনেকের কাছেই দারুণ মজাদার বিষয়। কিছুদিন আগেই মীরা লিখলেন, তিনি খাবার খেতে এতই ভালোবাসেন যে স্বামীর মঙ্গলকামনায় উপোস করার রীতি তিনি পালন করতে পারছেন না।

এবার শাহিদের পালা। মীরা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বেশ কিছু খেলনা নিয়ে মায়েদের বোঝাচ্ছেন এই লকডাউনের সময় কী ধরনের খেলনা দিয়ে বাচ্চাদের ব্যস্ত রাখা দরকার।

অনেক লোকজন নানা রকমের মন্তব্য করেছেন মীরার এই ভিডিওতে। কিন্তু এক জায়গায় গিয়ে তো চোখ আটকে গেল। শাহিদ লিখেছেন, ‘কেউ তোমাকে সিরিয়াসলি নিচ্ছে না। আসলে তোমাকে দেখে মনেই হয় না, তুমি দুই বাচ্চার মা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ