পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নব নির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমীসহ কমিটির নির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান।
নেতৃদ্বয় গতকাল এক শুভেচ্ছা বার্তায় আশাবাদ ব্যক্ত করে বলেন, মুসলিম উম্মাহর এ ক্রান্তিলগ্নে আল্লামা জুনায়েদ বাবুনগরী ও আল্লামা নূর হোছাইন কাসেমীর বলিষ্ঠ নেতৃত্বে হেফাজতে ইসলাম তার গতি ফিরে পাবে, লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে যাবে। শতকরা ৯২ ভাগ মুসলিমের প্রিয় এ মাতৃভূমি থেকে নাস্তিক্যবাদ ও অশ্লীলতা-বেহায়াপনা বিতাড়ন, আল্লাহ ও তাঁর রাসুলের (সা.) মর্যাদা রক্ষা, সর্বোপরি সমাজের সর্বস্তরে ইসলামী অনুশাসন বাস্তবায়নের আন্দোলনে অগ্রণী ভ‚মিকা পালন করবে এবং উম্মাহ পাবে সঠিক দিকনির্দেশনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।