পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসচ্ছল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানদের ১৪ হাজার বীর নিবাস নির্মাণ করে দেয়ার প্রস্তাব দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সারাদেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ নামের সেই প্রকল্পের ওপর স¤প্রতি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন। এতে খরচ প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৮১৩ কোটি ৯৭ লাখ টাকা।
প্রতিটি বীর নিবাস নির্মাণের জন্য খরচ ধরা হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার টাকা করে। তবে এ ব্যয়ের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে আবার সভায় আলোচনা প্রয়োজন বলে পরিকল্পনা কমিশন মত দিয়েছে। প্রতিটি বাড়িতে ৯০০ বর্গফুট বিশিষ্ট ৩টি বেডরুম থাকবে। যদি কারও জমি না থাকে সেক্ষেত্রে খাস জমিতে এ বাড়ি করে দেয়া হবে। উপযুক্ত খাস জমিও না পাওয়া যায়, সেক্ষেত্রে জমি অধিগ্রহণ করা হবে কি না- এ বিষয়ে প্রস্তবনায় কিছু বলা হয়নি। এ বিষয়টি নিয়েও আলোচনা প্রয়োজন বলেও মত দিয়েছে পরিকল্পনা কমিশন। প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে ২ হাজার ৭৩৮ কোটি ১১ লাখ টাকায় ১৪ হাজার বাড়ি, ৯৫ লাখ টাকায় একটি জিপ গাড়ি, ৩৬ লাখ টাকায় ২৪টি মোটরসাইকেল, ৮ কোটি ৯ লাখ টাকায় আউটসোর্সিং সেবা, ২ কোটি ২৬ লাখ টাকার সম্মানি, এক কোটি টাকায় বৈদেশিক প্রশিক্ষণ, অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় ৯২ লাখ, কর্মকর্তা/কর্মচারীদের বেতন ৮৬ লাখ, অফিস সরঞ্জাম, আসবাবপত্র কেনা, বৈদ্যুতিক সরঞ্জাম ক্রয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকল্পে বলা হয়েছে, যারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন, তাদের ও তাদের পরিবারের অনেকে আজও অর্থনৈতিক ও সামাজিক মুক্তির স্বাদ লাভ করতে পারেননি। ছেলেমেয়ে, নাতি-নাতনি নিয়ে অসচ্ছলভাবে জীবনযাপন করছেন। মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সরকারের বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রকল্পটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তাবিত এবং একনেক অনুমোদিত প্রতি জেলা/উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্পের পরিবর্তিত প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রতি জেলা/উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্পটি ২০১৮ সালের ৮ মার্চ একনেক সভায় অনুমোদন দেয়া হয়। যার প্রাক্কলিত ব্যয় ছিল ২ হাজার ২৭৩ কোটি ২১ লাখ টাকা। তবে মুক্তিযোদ্ধাদের চাহিদা এবং বাস্তবতার নিরিখে আবাসনের জন্য উপযোগী বিকল্প একটি প্রকল্প গ্রহণ করা হবে বিবেচনায় এ প্রকল্পটি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ২০১৯ সালের ফেব্রæয়ারিতে একনেক সভায় প্রত্যাহার করে নেয়া হয়।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।