Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) ও বার্ষিক ফাতেহা

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাউজানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ট্রাস্ট্র পরিচালনাধীন নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদরাসা ময়দানে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামরের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান আল্লামা ড. এস এম বোরহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ খোরশেদুল আলম পুতুল। বিশেষ বক্তা ছিলেন আল্লামা হাফেজ আবুল কালাম, আল্লামা আবুল বশর মাইজভান্ডারী। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি নোয়াজিষপুর শাখার সভাপতি আল্লামা কাজী ফরিদুল আলমের সভাপতিত্বে মাওলানা তরিকুল ইসলাম ও সৈয়দ তছলিম উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে তকরির করেন আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আযহারী, আল্লামা শাহ্জাদা জোবাইদুল আলম, আল্লামা হারুন অর রশীদ নক্সবন্দী, আল্লামা আবু ছালেহ, আল্লামা আবু তৈয়ব ফারুকী। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ