Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীর প্রতি সহিংসতা রোধে আলোচনা সভা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সংঘাত নয়, সম্প্রীতি এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে নারীর প্রতি সহিংসতা, আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাছরিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আক্কাস সিকদার, সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। পিএফজির জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশালের মাঠ সমন্বয়কারী মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ