রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০ হাজার ৫ শত কৃষকের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বীজ, সার ও কিটনাশক বিনামূল্যে বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল সকালে উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বিতরণের উদ্ধোধন করা হয়। সম্প্রতি বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে পারে তার জন্য ১০ হাজার ৫ শ’ কৃষককে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী, টমেটো, মরিচ, বোরো ধান, ভূট্টা ও পেঁয়াজ বীজ, সার ও রাসায়নিক কিটনাশক দেয়া হয়। সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।