Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে মোবাইল ফোন এর প্রলোভনে ভ্যান চালকের স্ত্রীকে ধর্ষন! ধর্ষক আটক!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৭:৩৪ পিএম

দিনাজপুর জেলার অন্তগর্ত বিরামপুর উপজেলার কাঠলা ইউনিয়ানের শৈলান গ্রামের ভ্যান চালাক আসরাফুলের স্ত্রী মিতু আকতার(২৫)কে মোবাইল ফোন কিনে দেবার প্রলোভনে একই গ্রামের মৃত, হবিবুর রহমানের পুত্র বেলাল হোসের রুবেল(৩০)ঐ ভিকটিম বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনে কে নিয়মিত ধর্ষন করে আসছিল। মামলা সুত্রে জানা যায়, গত ১৫ নভেম্বার, রাতে লম্পট বেলাল হোসেন রুবেল ভান চালক স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কৌশলে ভিকটিমের বাড়িতে এসে ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষন করে।বিষয়টি জানাজানি হলে ধর্ষক ভান চালকের বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়।ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে বিরামপুর থানায় ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করেন।মামলা নং ১৬ তাং ১৫-১১-২০২০ ইং। মামলার প্রেক্ষিতে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বেলাল হোসেন রুবেলকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। এদিকে ওসি মনিরুজ্জামান দৈনিক ইনকিলাবকে জানান, ভিকটিমের মেডিকেল টেষ্টার জন্য দিনাজপুর এম,রহিম মেডিকেলে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ