Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৬:৫৬ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ কক্ষ থেকে ফাতেমা আক্তার রিমা নামে এক পোশাক শ্রমিক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী দ্বীন ইসলামকে (২৬) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রোববার আশুলিয়া থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ফাতেমা আক্তার রিমা (২৪) আশুলিয়ার জামগড়া চিত্রশাইল এলাকায় স্বামী দীন ইসলামের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো। তার গ্রামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, নিহতের স্বামীর খবরের ভিত্তিত্বে ঘটনাস্থলে পৌছে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবুও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ