Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী বিভাগে নতুন করোনা রোগী ৬১

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৬:২০ পিএম

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে নতুন করে মোট ৬১ জন করোনা শনাক্ত হয়েছেন। শনিবার নমুনা পরীক্ষায় এই ৬১ জন করোনা শনাক্ত হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য।
ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগের রাজশাহীতে আটজন, নাটোরে তিনজন, বগুড়ায় ৪১ জন, সিরাজগঞ্জে চারজন ও পাবনায় পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ৩৫ জন রোগী সুস্থ রয়েছে। যার মাঝে রাজশাহীর ১১ জন, জয়পুরহাটের একজন, বগুড়ার ২১ জন এবং পাবনার দুইজন করোনা জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত করোনায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তদের সংখ্যা ২১ হাজার ৬৮৮ জন। যার ২০ হাজার ১৯৪ জন সুস্থ আছে। আর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৫৫০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ