Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় চোরাই মোটর সাইকেল কিনতে গিয়ে গ্রেপ্তার ২

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৫:৩০ পিএম

চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রির খবর পেয়ে পুলিশ গ্রেপ্তার করলো দুইজনকে। এসময়ে উদ্ধার হলো একটি গাড়িটিও। ঘটনাটি গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী হলদিয়া গ্রামের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার সহকারি পুলিশ পরির্দশক আবু মুছা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বটতলী রুস্তমহাট এলাকায় একটি চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় চলছে। এসময়ে একটি টিভিএস মোটর সাইকেলসহ প্রথমে ইয়াছির আরাফাতকে গ্রেপ্তার করি। পরে তার দেয়া স্বীকারোক্তিতে মানিক নামে আরেক জনকে গ্রেপ্তার করি। এসময়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য পালিয়ে যায়। তবে এরা দুইজনে মোটরসাইকেল চোর সদস্যদের কাছ থেকে গাড়িটি ক্রয় করছিলো বলে জানিয়েছে তারা।
গ্রেপ্তারকৃতরা হলেন বটতলী হলদিয়া পাড়ার নুরুল ইসলামের ছেলে ইয়াছির আরাফাত (২১) ও মো. আইয়ূব আলীর ছেলে মো. মানিক (১৯)। এসময় বান্দরবন জেলার লামা উপজেলার আবদুর রাজ্জাকের ছেলে আবদুর রহমান পালিয়ে যান।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ