Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে দাবী আদায়ে আন্দোলনে নেমেছেন প্রশাসনের কর্মচারীরা

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৪:২৪ পিএম

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবীতে কালেক্টরেট সহকারী সমিতি কর্মবিরতি পালন শুরু করেছে নীলফামারীতে।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দাফতরিক কাজ বন্ধ রেখে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসুচী পালন করছেন তারা।
এতে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার(ভুমি) এর কার্যালয়ে কর্মরত ১৬-১১ গ্রেডের কর্মচারীরা অংশগ্রহণ করছেন।
রবিবার দুপুরে কর্মসুচী চলাকালে দাবী বাস্তবায়ন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি ইউছুব আলী।
সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহ-সভাপতি আশরাফ আলী শাহ ফকির, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সুরঞ্জন কুমার রায়, প্রচার সম্পাদক ইকবাল হোসেন ও সহ-ক্রীড়া সম্পাদক ই¯্রাফিল আলম।
আন্দোলকারীরা জানান, ১৫ হতে ১৯ নভেম্বর, ২২ হতে ২৬ নভেম্বর ও ২৯ হতে ৩০ নভেম্বর সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ