Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসে সশস্ত্রবাহিনীর ১৯৯ জনের মৃত্যু

আইএসপিআর | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কোভিড-১৯ এ সশস্ত্র বাহিনীর কর্মরত ২০ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্য মারা গেছেন ১৭৯ জন। মোট ১৯৯জন মৃত্যুবরন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত সদস্য ও তাদের পরিবারের ১৫ হাজার ৯০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সুস্থ হয়ে কর্মস্থলে এবং বাসায় ফিরেছেন। ৪৭৫ জন দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৪৩৯ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।-আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ