রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাঙামাটির বাঘাইছড়িতে দুই উপজাতীয় আঞ্চলিক দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ সংগঠিত হয়েছে। গত শুক্রবার দিনগত রাতে জেএসএস (সন্তু) ও জেএসএস (এএনলারমা)-এর ক্যাডাররা এই গোলাগুলিতে লিপ্ত হয়। এতে উভয় পক্ষ প্রায় ৪০০ রাউন্ড গুলিবর্ষণ করে, এতে জেএসএস (সন্তু) দলের দুই জন নিহতের সংবাদ ছড়িয়ে পরলেও পুলিশ ও আঞ্চলিক দুই সংগঠন নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ১৩ নভেম্বর রাত ১০টায় উপজেলার তালুকদারপাড়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ওসি এসআই আসাদুজ্জামান গুলাগুলির বিষয়টি শিকার করে ৪০০ রাউন্ড গুলিবিনিময়ের কথা নিশ্চিত করেন। ঘটনার পরপরই বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করে। তবে হতাহতের কোন আলামত পাওয়া যায়নি বলে জানায় বিজিবি। এদিকে ভয়ানক এই গুলি বিনিময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। এ বিষয়ে আঞ্চলিক দলের কোন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।