Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাচ্ছে মেধাবী সোহেল রানা

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের ফয়জদ্দিনের ছেলে সোহেল রানা (১৮)। গত ৯ নভেম্বর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এই অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাজধানীর পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সোহেল রানা ঢাকা পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছেন। সোহেল রানা মেহেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্র। তার পিতা ফয়জদ্দিন গ্রামে গ্রামে কামলা দিয়ে কোনভাবে সংসার চালিয়ে আসছেন। বর্তমানে তার এমন কোন আর্থিক সঙ্গতি নেই, যা দিয়ে ছেলে সোহেল রানার সুচিকিৎসা করাতে পারেন। অভাবের সংসারে ছেলে সোহেল রানার দুর্ঘটনায় বিপাকে পড়ে গেছেন দিনমজুর ফয়জদ্দিন। পিতা ফয়জদ্দিনের সামনে একটি পথই খোলা রয়েছে সেটি হচ্ছে কোন সহৃদয় বিত্তবান যদি তার ছেলে সোহেল রানার চিকিৎসার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে একটু পাশে দাড়ান তবেই তিনার ছেলে ভবিষ্যতে আলোর মুখ দেখবে। পাশাপাশি তার লেখাপড়া আগের মতো চালিয়ে যেতে পারবে। নতুবা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হবে সোহেল রানাকে। আমাদের প্রতিবেদককে দিনমজুর ফয়জদ্দিন জানান, আমার ছেলের চিকিৎসার জন্য আপনাদের যা কিছু করার আছে তার সবটুকুই নিবেদিত প্রাণ দিয়ে পাশে দাড়াবেন এতটুকুই আমার প্রত্যাশ্যা। কোন সহৃদয় বিত্তবান স্বচক্ষে সোহেল রানাকে দেখে কেউ যদি আর্থিক সহযোগিতা করতে চান তাহলে ঢাকা পঙ্গু হাসপাতালের ৭ম তলায় ২২০ নং বেডে সোহেল রানা অবস্থান করছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ০১৯৩৫৩৬৯০৯৭ এই নম্বরে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের একটু সহযোগীতা ও দোয়া পঙ্গুত্ব থেকে ফিরিয়ে দিতে পারে সোহেল রানার জীবন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ