রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাউজান প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের মতবিনিময় সভা গতকাল দুপুরে গিরিছায়া রেস্টুরেন্ট কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, সাংবাদিক মীর আসলাম, জাহেদুল আলম, মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় জমির উদ্দিন পারভেজ বলেন, ‘মানুষের জন্য সেবা করতে গিয়ে অনেক সময় ষড়যন্ত্রের শিকার হয়েছি। ৩০ বছর ধরে জনগনের স্বার্থে রাজনীতি করেছি। রাজনীতি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছি। চমেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে এসে শান্তনা দিয়েছিলেন। ধৈর্য ধরে বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থাকতে বলেছেন। একদিন-এর সুফল জনগন দেবে বলেছেন। তিনি বলেন, দলের জন্য দিন রাত শ্রম দিয়ে যাচ্ছি। কি পাবো তা কখনো কোন আশা করেনি। কোন চাহিদা কোন সময় আমার ছিলনা। তিনি বলেন, রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার জন্য শেখ হাসিনা ও মনোনয়ন বোডের্র সহযোগীতা কামনা করছি’। তিনি সাংবাদিকদের স্বার্থে প্রেসক্লাবের জায়াগাসহ ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষনা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।