Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে গৃহহীনদের ঘর নির্মাণ উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নীলফামারীর সৈয়দপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ কাজ শুরু হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে গৃহ নির্মাণ করা হচ্ছে। সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে নিজবাড়ি মৌজায় সৈয়দপুর-রংপুর সড়ক সংলগ্ন এলাকায় গত শুক্রবার ওই গৃহ কাজের উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী উপস্থিত থেকে গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
গৃহ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এস এম গোলাম কিবরিয়া, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম, উপজেলা আ.লীগের সভাপতি মো. আখতার হোসেন বাদল, সৈয়দপুর থানার ওসি মো. আবুল হাসনাত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, কামারপুকুর ইউননিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা কাজী মো. শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ‘আশ্রয়ণের অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’ হিসেবে দুই কক্ষ বিশিষ্ট ২৪টি সেমি পাকা ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণের জন্য এক লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ি মৌজায় ৪৮ শতক সরকারি খাস জমিতে এ সব গৃহ নির্মাণ কাজ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ