বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের সীতাকু-ে নিখোঁজের তিনদিন পর এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে সীতাকু-ের দক্ষিণ-পশ্চিম সৈয়দপুরের সাগর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন যুবদল নেতা মো. জামশেদ (৩৮)। তিনি মুরাদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তার বাড়ী সীতাকু-ের মুরাদপুর হাসনাবাদ এলাকায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ১১ নভেম্বর ওই যুবদল নেতার খোঁজ না পেয়ে তার স্ত্রী রুবি খানম ১২ নভেম্বর থানায় অপহরণ মামলা করেন। তার বিরুদ্ধে থানায় মামলা আছে।
জামশেদ গত ৭ নভেম্বর থেকে চট্টগ্রাম শহরে ছিলেন।
১১ নভেম্বর বিকেলে জামশেদ তার স্ত্রীকে ফোন করে জানান, তার সঙ্গে কয়েকজন মেহমান আছেন। সন্ধ্যার পর বাসায় এসে তারা ভাত খাবেন। এ জন্য জামশেদ স্ত্রীকে রান্নাও করতে বলেন। কিন্তু সন্ধ্যার পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পান স্ত্রী।
পরে ১২ নভেম্বর জামশেদের স্ত্রী থানায় একটি অপহরণ মামলা করেন। মামলায় তিনি তার স্বামীকে অপহরণের অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।